You are currently viewing ছোট বেবসার সহজ পরিকল্পনা | How to write a Simple small scale business plan in steps

ছোট বেবসার সহজ পরিকল্পনা | How to write a Simple small scale business plan in steps

Table of Contents

ছোট বেবসার সহজ পরিকল্পনা | How to write a Simple small scale business plan in steps:

 

সারণী (Table of content ) :

বিজনেস প্ল্যান কি  (What is business plan ):

১। পরিকল্পনা রূপরেখা (Small scale Business plan outline):

২।  সেবার বার্তা ( Business brand message plan ):

৩।  বাজার/বিপণন /বিক্রয় (Small scale business Marketing plan ):

৪।  পণ্য বা সেবা ( Small scale Business products /Service plan):

৫।  টার্গেট বা উদ্দেশ্য ( Small business goal plan ):

৬।  লাভাংশ ( Business profit margin plan) :

৭।  বাজার প্রতিক্রিয়া /বিশ্লেষণ ( Business Market feedback plan ):

অতিরিক্ত পয়েন্ট  ( Additional small business growth tips ):

বিসনেস প্ল্যান লিখার কি সুবিধা ( What are the advantages of writing a business plan ):

 

বিজনেস প্ল্যান কি  (What is business plan ):

 

ছোট বেবসা ( Small Business ) বা বড় বেবসার (Big Company )সঠিক পরিকল্পনা হলো আপনার দিশা,যা  আপনার বেবসাকে সাকসেসের দিকে নিয়ে যাবে ।বেবসার প্ল্যান হলো আপনার আইডিয়াটাকে  প্রাক্টিক্যালি বাস্তবায়িত করার নিয়ম।      

সকল বড় সাকসেসফুল বেবসার যদি আপনি ভিতর খতিয়ে দেখুন, তবে দেখতে পাবেন সেই বেবসার সঠিক পরিকল্পনা ,যত বড় বেবসা থাকে তত লম্বা বেবসার প্ল্যান বানানু থাকেন, আর সেইটা প্রাকটিক্যাল ধাপে ধাপে প্ল্যান থাকে।  আজকে আমরা শিখতে যাচ্ছি ছোট বেবসার সহজ পরিকল্পনা ,যেইগুলো যেকোনো বেবসা  শুরু করতে আপনার দরকার হবে।

আমরা সহজ ৭ তা ধাপে ছোট বেবসার প্ল্যান (Business plan sample ) টা লিখবো।

 

writing a business planwriting a small scale business plan in beengali

১। পরিকল্পনা রূপরেখা (How to write Small scale Business plan outline):

 

# বেবসার অদ্বিতীয় নাম ( Business unique name ):

 

আপনার বেবসার একটা সহজ অরে ইউনিক নাম হওয়া দরকার ,যা থেকে একটা ভালো ইম্প্রেশন আসে,আর সহজে মনে রাখা সম্ভব ।

 

# ডকুমেন্টেশন বা লাইসেন্স ( Business license ):

 

আপনার বেবসার সঠিক ডকুমেন্ট আর লাইসেন্স থাকা দরকার।  কারণ আপনার কাস্টমারকে আপনার ক্লেয়ারিটি আপনার ব্রানডার কাছে পৌছতে একটা ভালো ইম্প্রেশন বানাতে সাহায্য করবে।

 

writing small business plan vision

# ভিশন ( Business vision ):

 

আপনার বেবসার একটা সুন্দর ভিশন থাকা দরকার যার দ্বারা আপনি আপনার গোলে পৌঁছতে পারবেন।

 

writing small business plan mission

# মিশন ( Business mission ):

 

আপনি আপনার লক্ষ্যে পৌঁছানুর জন্য কি কি মিশন ইমপ্লিমেন্ট করা দরকার। অব্জেক্টিভেশ আপনার কারণগুলো যার দ্বারা আপনি ভাবছেন আপনি আপনার বেবসার গৌলে পৌঁছুবেন।

 

# আপনার বেবসার পুঁজি আর ইমপ্লিমেন্টেশন প্ল্যান ( Business capital plan ):

 

আপনার বেবসার পুঁজি আর তা খরচ করার সঠিক রুট ম্যাপ। তার সাথে একটা ইমার্জেন্সি ব্যাকআপ প্ল্যান।

 

২।  সেবার বার্তা ( Business brand message plan ):

 

আপনার বেবসা বা কোম্পানি থেকে কি বার্তা দিতে চান ? কি সমস্যা আপনি  আপনার বেবসার দ্বারা সমাধান করতে চান। কি করে আপনার কোম্পানি একটা ভালো রেজাল্ট কাষ্টমেরকে দেবেন আর কি সেই রেজাল্ট হতে চলছে ।

কেন কাস্টমার আপনার কাছে আসবেন অন্য বেবসা থাকতে। কি করে আপনার কাষ্টমেরকে অন্য বেবসার কম্পেটিশন  থেকে ভালো রেজাল্ট দেবেন।

কেন আপনি এই বেবসা শুরু  করছেন । কোন কোন প্রাকটিক্যাল দৃষ্টিভঙ্গিতে আপনি বেটার সার্ভিস প্রদান করতে যাচ্ছেন |

 

 

৩।  বাজার/বিপণন /বিক্রয় (Small scale business Marketing plan ):

 

আপনার সঠিক টার্গেট মার্কেট।  আপনার কাস্টমারের দেশ ,রাজ্য ,কমিউনিটি ,বয়স,বিভাগ আর পরিমাপ ক্লিয়ার থাকা দরকার।

আপনি কি করে আপনার কাস্টমারের সাথে জড়িত হবেন। আপনার ব্র্যান্ড আর সেবার কাস্টমারের প্রতি সচেতনতা কি করে করবেন?

আপনার মার্কেটিং স্ট্রাটেজি আর পলিসি কি কি হবে। আপনি অফলাইন আর অনলাইন ( Online marketing )কি করে মার্কেটিং করতে যাচ্ছেন । আপনার ব্রান্ডটা কি কারণে প্রসিদ্ধ হবে।

কাস্টমার কি করে আপনার সাথে জড়িত হবেন। এই পয়েন্টগুলোর উত্তর ক্লিয়ার করে প্ল্যান বোর্ডে লিখে রাখুন।

 

 

৪।  পণ্য বা সেবা ( Small scale Business products /Service plan):

 

আপনার বেবসার পণ্য কি কি হবে ?  তার মধ্যে কোনটা প্রাইমারি প্রোডাক্ট আর কোনটা সেকেন্ডারি প্রোডাক্ট হবে ? আর যদি সার্ভিস হয় তবে কি কি সার্ভিস আর তার মার্কেট প্রেসেন্টেশন ? আপনার দেয়া পণ্যের কোয়ালিটি, প্রভাব আর উপমা কি হবে ?

 

 

৫।  টার্গেট বা উদ্দেশ্য ( Small business goal plan ):

 

বেবসা শুরু করার আগে ভালোভাবে এদিক আর সেদিক উভয়দিক থেকে গবেষণা করুন। আর আপনার কোয়ালিটির সাথে আপনার বেবসার কানেকশন থাকা দরকার , যা আপনাকে দিনে দিনে উন্নতির দিকে নিয়ে যাবে।

আপনি কিছু মহৎ সাকসেসফুল ব্যবসায়ীর দিকেও একটু মনোযোগ নিয়ে যান, আর কিছু ভালো পয়েন্ট শিক্ষার চেষ্টা করুন।আপনার কর্মের সাথে আপনার জীবনের উদ্দেশ্যের মিল থাকা দরকার ,তার জন্য নিজের কোয়ালিটির সঠিক গবেষণা করা খুবই দরকার। উদাহরণ স্বরূপ,

এইটা একটা গাছ লাগানোর মত,আপনি যদি একটা ভালো ফলনশীল গাছের বীজ, জাগার সঠিক উর্বরতা আর প্রিপারেশন করে স্টেপ বাই স্টেপ গাছটাকে বড় করতে, আর নিজের পায়ের উপর দ্বারা করাতে সাহায্য করেন, তবে সেই ছোট গাছটা একদিন বিরাট  সুস্বাদু ফলনশীল বৃক্ষ্য হয়ে দাঁড়াবে, আর তারপর আপনাকে তা নিয়ে বেশি চিন্তা করতে হবে না।

ঠিক তেমনি আপনার কর্মের একটা বড় উদ্দেশ্য রাখা দরকার ,যার দ্বারা আপনার প্রত্যেক দিনের করা ছোট ছোট কর্ম আপনার বর্তমান আর ভবিষ্যৎ উভয় লাভজনক হন।

যদি আপনি জানতে চান নুতন ছোট ছোট বেবসার আইডিয়া Small scale business ideas যা আপনি কম ইনভেস্টমেন্ট দ্বারা দেশে ও বিদেশের মার্কেটে সেই সার্ভিস গুলু প্রদান করতে পারেন ,তবে আপনি আমার ব্লগ ওয়েবসাইট powerlinekey আর ইউটুবে চ্যানেল প্রশান্ত স্টার্টআপ ( prasanta Startup )গিয়ে আইডিয়া নিতে পারেন।

 

writing a small scale business plan in bengali

 

৬।  লাভাংশ ( Business profit margin plan) :

 

আপনার বেবসার লভ্যাংশের পরিমান কত? আপনার সেবা দেয়া পণ্যের মার্কেটে কত ডিমান্ড আছে  ? আর তার ভবিষ্যতে কি ডিমান্ড হতে পারে, তার বিশ্লেষণ করা দরকার।

 

 

৭।  বাজার প্রতিক্রিয়া /বিশ্লেষণ ( Business Market feedback plan ):

 

আপনার বাজার প্রতিক্রিয়া ,কাস্টমার প্রতিক্রিয়া আপনার পণ্যের প্রভাব। কাস্টমার কি দিনে দিনে জড়িত হচ্ছে,আপনার কাস্টমার কি পছন্দ করছেন আপনার সার্ভিসকে ? আর অন্য লোককে সাজেস্ট করছেন ?

আপনি কি করে কাস্টমার  থেকে উনার প্রাকটিক্যাল ফিডব্যাক কালেক্ট  করবেন ? আর কোন ভুল বা নিজের কোয়ালিটি আর সম্ভাব্য বাড়াতে কোন স্টেপটা আপনি ও আপনার সম্পূর্ণ টীম বাস্তবায়ন করবেন।

 

 

অতিরিক্ত পয়েন্ট  ( Additional small business growth tips ):

 

আপনি আপনার কোম্পানি বা বেবসার প্লেনটাকে একটা কাগজে লিখুন।

আপনার সম্পূর্ণ গোলকে ছোট ছোট মাসিক গোলে ভাগ করুন। আর মাস শেষে তা আলোচনা ,পরজনাবেক্ষন করুন, আর নুতন পলিসি অ্যাড করুন।

 

 

বিসনেস প্ল্যান লিখার কি সুবিধা (What are the advantages of writing a business plan ):

বিসনেস প্ল্যান একটা আপনার রোডম্যাপ যা আপনাকে আর আপনার টিমকে একটা সঠিক মনোযোগ আর পরিশ্রমের দিক নির্মাণ করতে সাহায্য করেন।

 

 

উপসংহার (Conclusion):

সবার শেষে আপনার একটি সঠিক বেবসার দিক নির্মাণ করা খুবই জরুরি বা প্রাথমিক স্টেপ ,তারপর আপনার বেবসার প্লানটা একটা কাগজে লিখে,সেই রোড মেপটা আপনার সকল টিমকে অবগত করানো,প্রস্তুতি আর সম্পূর্ণ টীম এক দিশায় যার যার নিজ নিয়ম ,দায়িত্ব নিয়ে সম্পূর্ণভাবে কর্মে মনোযোগ আর পারিশ্রম আপনার কোম্পানি বা বেবসাকে নির্দিষ্ট গৌলে পৌঁছাতে সাহায্য করবে।

 

Also read :

 

Your valuable subscription-like – suggestion & Share would be appreciated. Always feel free to write a comment or your valuable suggestion toward supporting Small Businesses.

Thank you.

Share This

Prasanta

Starting a New Profitable Business and Enterprise Resources Planning, Through Powerlinekey.com . Starting your Own business with problem-solving business ideas. ” Connecting Entrepreneur's spirit “

Leave a Reply